আন্তর্জাতিক ডেস্ক: অস্ত্র নিয়ন্ত্রণ জোরদার করার একটি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিদের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে কড়াকড়ি আরোপসহ ৪টি প্রস্তাব পেশ করা হয়েছিল সিনেটে।
ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাবে হামলায় ৪৯ জন নিহত হওয়ার পর এই প্রস্তাব সিনেটে পেশ করা হয়। আগামীতে এ ধরনের হামলা প্রতিহত করার জন্য কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে তীব্র মতভেদ দেখা দেয় ডেমোক্রেট এবং রিপাবলিকান সিনেটরদের মধ্যে। রিপাবলিকান এবং ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, ডেমোক্রেট্ররা যে বিলগুলো তুলে ধরেছে তা মার্কিন সংবিধানের অস্ত্রের অধিকার আইনের সাথে সাংঘর্ষিক। তাছাড়া আইন মেনে চলা আমেরিকানদের নাম ভুলবশত সন্দেহের তালিকায় চলে আসতে পারে।
গতকাল সোমবার সিনেটে ভোটের ৮দিন আগে ওমর মতিন সমকামীদের ক্লাবে গুলি করে ৪৯ জনকে হত্যা করে। ২০১৩ সাল থেকে এফবিআই তার ব্যাপারে জানত। কিন্তু যেসব সন্ত্রাসীর ওপর নজরদারি করা হয় তাদের তালিকায় ওমর মতিনের নাম ছিল না।
যুক্তরাষ্ট্রে লাইসেন্স নিয়ে অস্ত্র বিক্রি করতে পারে ব্যবসায়ীরা। মানসিক অসুস্থ কিংবা মারাত্মক অপরাধ করলে কাউকে অস্ত্র কেনা থেকে বিরত রাখা যায়।