News71.com
 International
 21 Jun 16, 08:56 PM
 502           
 0
 21 Jun 16, 08:56 PM

ভানুয়াতুতে পর্যটক বাস দুর্ঘটনায় নিহত তিন, আহত ১২

ভানুয়াতুতে পর্যটক বাস দুর্ঘটনায় নিহত তিন, আহত ১২

নিউজ ডেস্ক: ভানুয়াতুতে পর্যটক বাস দুর্ঘটনায় স্থানীয় তিন নাগরিক নিহত ও ১২ পর্যটক আহত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দেশটির রাজধানী পোর্ট ভিলায় দু’টি বাসের মুখোমুখী সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।


মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান। সোমবার রাতে স্থানীয় একটি বাসের সাথে পর্যটকদের বহন করা বাসের মুখোমুখী সংঘর্ষ হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ব্রিসবেন থেকে নিউ ক্যালেডোনিয়ার নউমিয়া পর্যন্ত পি অ্যান্ড কিউ প্রমোদ ভ্রমণ চলাকালে পর্যটকদের যাত্রাবিরতির সময় এ ঘটনা ঘটে।


ভানুয়াতু ডেইলি পোস্ট জানায়, এ দুর্ঘটনায় স্থানীয় তিনজন নাগরিক নিহত হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ব্রিসবন ও নউমিয়া থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে করে পোর্ট ভিলায় নেয়া হয়। অস্ট্রেলিয়ার সম্প্রচার কেন্দ্র জানায়, সকল পর্যটক অস্ট্রেলিয়ার নাগরিক। এদের অনেকে মাথায় আঘাত পান। আবার অনেকের হাঁড় ভেঙ্গে যায়। তারা আরো জানায়, এদের মধ্যে তিন শিশু রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন