News71.com
 International
 21 Jun 16, 07:41 PM
 507           
 0
 21 Jun 16, 07:41 PM

মালয়েশিয়ায় বিরোধী নেতাকে গুলি করে হত্যা

মালয়েশিয়ায় বিরোধী নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বিরোধী দলীয় এক রাজনৈতিক নেতাকে আজ মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় পরিষদের একটি আসনে পরাজয়ের ৬ সপ্তাহ পর তাকে গুলি করে হত্যা করা হয়। ওই নেতা নিজভূমির অধিকারের বিষয় নিয়ে কাজ করতেন।

পুলিশ বলেন, ৪৩ বছর বয়সী বিল কেওয়ং সারাওয়াক রাজ্যের ছোট নগরী মিরিতে একটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকার সময় গুলিবিদ্ধ হন। তিনি তার পিক-আপ ট্রাকে ছিলেন। কেওয়ং বিরোধী কায়েদিলান রাকিয়াত দলের সদস্য ছিলেন এবং গত ৭ মে অনুষ্ঠিত সারাওয়াক রাজ্য পরিষদের একটি আসনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন