আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাষ্ট্রচালিত একটি গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত একটি নিবন্ধে অভূতপুর্বভাবে পাকিস্তানের পরমাণু কর্মসূচীর প্রতি খোলামেলা সমর্থন জ্ঞাপন করা হয়েছে। চীনা রাষ্ট্রচালিত গ্লোবাল টাইমস এর ওই নিবন্ধে বলা হয়, পাকিস্তানের পরমাণু সংক্রান্ত জালিয়াতির জন্য মূলত বিজ্ঞানী আব্দুল কাদির খানই ব্যক্তিগতভাবে দায়ী। এর পেছনে পাকিস্তান সরকারের কোনো সমর্থন ছিলনা।
আর নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপে (এনএসজি) প্রবেশের ক্ষেত্রে ভারতকে কোনো ছাড় দেওয়া হলে পাকিস্তানকেও সেই একই সুযোগ দিতে হবে। এতে আরো বলা হয়, “ভারত নিজে ঠিকই নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপে (এনএসজি) ঢোকার জন্য প্রাণপণ চেষ্টা করছে।
তবে পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু সংক্রান্ত যে জালিয়াতির অভিযোগ উঠেছে এর জন্য মূলত দেশটির বিশ্ব বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানই ব্যক্তিগতভাবে দায়ী। এতে পাকিস্তান সরকারের কোনো হাত ছিল না।” এতে আরো বলা হয়, “এছাড়া পাকিস্তান সরকার এজন্য কাদির খানকে কয়েকবছর ধরে গৃহবন্দী করে রেখে শাস্তিও দিয়েছে।
যদি নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) ও এনএসজি ভারতকে কোনো ছাড় দেয় সেই একই নীতি পাকিস্তানের বেলায়ও প্রযোজ্য হওয়াটাই উচিৎ হবে।” সম্ভবত এই প্রথম চীনের কোনো সরকারী গণমাধ্যম এনএসজিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির ব্যাপারে ওকালতি করল।
ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপান দেশ দুটির উপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করে। তবে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ৯/১১-র সন্ত্রাসী হামলার পর পর্যায়ক্রমে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র এমনকি ভারতের সঙ্গে একটি বেসামরিক পরমাণু চুক্তিও করেছে এবং এনএসজিতে যোগদানের ক্ষেত্রে ভারতকে সহায়তা করছে।
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এনএসজির বৈঠক চলাকালীন চীনের রাষ্ট্রচালিত গণমাধ্যম গ্লোবাল টাইমস বিষয়টি নিয়ে এই বিতর্ক উপস্থাপন করল।