News71.com
 International
 21 Jun 16, 03:24 PM
 553           
 0
 21 Jun 16, 03:24 PM

সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় আফ্রিকায় এক বাংলাদেশীকে গুলি করে হত্যা

সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় আফ্রিকায় এক বাংলাদেশীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক:চাঁদার দাবিতে দক্ষিণ আফ্রিকায় আবরার হোসেন পাপ্পু (৫০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সেদেশের সন্ত্রাসীরা। এ সময় পাপ্পুর একজন দেহরক্ষী ও এক পথচারীও নিহত হন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে লুসিকিসিকি শহরে অবস্থিত তার নিজ পেট্রল পাম্পে এ ঘটনা ঘটে।


নিহত আবরার হোসেন পাপ্পু নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের শেকান্তর আহমদের ছেলে। তিনি তিন মেয়ে সন্তানের জনক। এক বছর আগে একই ব্যবসা প্রতিষ্ঠানে তাঁর আপন সহোদর টিপুকেও সন্ত্রাসীরা চাঁদার দাবিতে গুলি করে হত্যা করে।


নিহতের পরিবারের বরাত দিয়ে তার মামাতো ভাই দেলোয়ার হোসেন জানান, ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার লুসিকিসিকি শহরের নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন পাপ্পু। সর্বশেষ গত ঈদুল আযহায় বাড়িতে আসেন তিনি। আফ্রিকায় বিভিন্ন সময় সেদেশের সন্ত্রাসীরা তাঁর কাছে চাঁদা দাবি করে।


এর সূত্র ধরে সোমবার রাতে নিজের পেট্রল পাম্পে কাজ করছিলেন পাপ্পু।এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আবরার হোসেন পাপ্পু, তাঁর আফ্রিকান দেহরক্ষী এবং এক পথচারী।


এদিকে, রাতে আফ্রিকা থেকে পাপ্পুর বন্ধু মোসলে উদ্দিনের মাধ্যমে পাপ্পু নিহত হওয়ার সংবাদ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত বছর একই প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আবরার হোসেন পাপ্পুর ছোট ভাই টিপু। দুই সন্তানকে এক বছরের ব্যবধানে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন