আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ ঘটনাটি ঘটে বাংলাদেশ সময়: ১০টা ৫৩ মিনিটে ।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা অ্যামাবন থেকে ৩৭৪ কিলোমিটার দূরে আঘাত হানে। ভূকম্পনটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩৯ কিলোমিটার গভীরে ।