News71.com
 International
 21 Jun 16, 11:41 AM
 584           
 0
 21 Jun 16, 11:41 AM

৬ তালিবান নেতাসহ ৩৬ জঙ্গীর আত্মসমর্পণ

৬ তালিবান নেতাসহ ৩৬ জঙ্গীর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান পুলিশের কাছে আত্মসমর্পণ করল তালিবানের ছয় শীর্ষ নেতা-সহ ৩৬ জন জঙ্গি। সরকারি সূত্রে সোমবার এমনটাই জানানো হয়েছে। গত শনিবার রাতে পাকিস্তানের খুরাম আদিবাসী এলাকায় তারা সেচছায় পুলিশের কাছে ধরা দেয়।

আত্মসমর্পন করা ওই ছ’জনের মধ্যে প্রাক্তন তালিবান নেতা হাকিমুল্লাহর ভাই ইজাজ মেহসুদ ও কাকা খের মুহাম্মদও আছে। সরকারি সূত্র অনুযায়ী, ২০১৪ সালে উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযান শুরু হওয়ার পরেই আফগানিস্তান থেকে পালিয়ে আসে তারা। তাদের এক প্রস্ত জেরাও করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন