আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ৩৬ জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়া সনদ ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিল তারা।দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর কর্মকর্তা দিবেস লোহানি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অনেকেই স্বনামধন্য হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
গত তিন দিনের অভিযানে এই ভুয়া সনদধারীদের গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেন লোহানি।
লোহানি আরও বলেন, ধারনা করা হচ্ছে আরো অনেক ডাক্তার এমন ভুয়া সনদ দেখিয়ে জালিয়াতি করছেন সকল মানুষের সাথে তারা। জালিয়াতদের ধরতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন লোহানি।