News71.com
 International
 21 Jun 16, 12:07 AM
 576           
 0
 21 Jun 16, 12:07 AM

কুকুরের মাংস উৎসবের বিরুদ্ধে বেশীরভাগ চীনারা....

কুকুরের মাংস উৎসবের বিরুদ্ধে বেশীরভাগ চীনারা....

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের বেশিরভাগ নাগরিকই আগামীকাল(২১জুন)মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বাৎসরিক ‘কুকুরের মাংস উৎসব’ বন্ধ করার পক্ষে মত প্রকাশ করেলেন। চীনাদের মতে, এই উৎসবের কারণে সারা বিশ্বে চীনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেছেন তারা। গত কয়েক বছর ধরেই চীনের স্বশাসিত গুয়াংজিঝুয়াং প্রদেশের ইউলিন শহরে এই ‘উৎসব’ চলছে। গত কয়েক বছরের মত এবারও সেখানে অন্তত ১০ হাজার কুকুরকে মেরে মাংস খাবেন উৎসবে যোগদানকারীরা। তার ঠিক আগে চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই সমীক্ষার ফল প্রকাশ করেছে। ১৬ থেকে ৫০ বছর বয়সিদের উপর এই সমীক্ষা চালানো হয়েছে।

উল্লেখ্য চীনের মানুষের মধ্যে ৬৪ শতাংশ মানুষ এই উৎসব চিরতরে বন্ধ করার পক্ষে মত দিয়েছেন। তাদের মধ্যে ইউলিনের বাসিন্দারাও আছেন। আবার দেখা গেছে ৫১.৭ শতাংশ মানুষ কুকুরের মাংস বিক্রি বন্ধ করার পক্ষে। ৬৯ শতাংশ মানুষ আবার বলেছেন, তাঁরা কোনওদিন কুকুরের মাংস খেয়ে দেখেননি। ক্যাপিটাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চ্যারিটি নামে একটি পশুপ্রেমী সংগঠন এই সমীক্ষা চালিয়েছে। ওই সংস্থার ডিরেক্টর কিন জিয়াওনা বলেছেন, সমীক্ষায় জানা গিয়েছে, বেশিরভাগ মানুষই কুকুরের মাংস খান না। অথচ বহির্বিশ্বের বেশিরভাগ মানুষেরই ধারণা, কুকুরদের নির্মমভাবে হত্যা করে তাদের মাংস খাওয়া চীনা সংস্কৃতির অঙ্গ। এই ভুল ধারণা আমাদের পক্ষে অস্বস্তিজনক। চীনে ‘এক সন্তান’ নীতির ফলে বহু মানুষ নিঃসঙ্গ হয়ে গিয়েছেন। একমাত্র সন্তান পড়াশোনা বা চাকরির জন্য বাইরে চলে যাওয়ার পর তাঁরা কুকুর বা অন্য কোনও প্রাণীকে পোষ্য হিসেবে নিয়েছেন। গত বছরের একটি সমীক্ষায় জানা গিয়েছে, শহরাঞ্চলে অন্তত ৩ কোটি পরিবারে পোষা কুকুর আছে। এই ৩ কোটি পরিবারগুলির সদস্যরা কুকুর নিধনের বিপক্ষে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন