News71.com
 International
 21 Jun 16, 12:05 AM
 539           
 0
 21 Jun 16, 12:05 AM

আজ মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস।

আন্তর্জাতিক ডেস্ক:  ২১ জুন মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। যোগের উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতসহ বিশ্বের অনেক দেশে আজও প্রচলিত।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করা হয়।

বিশ্বের ১৯০টি দেশ একটি নির্দিষ্ট দিনকে যোগ দিবস হিসেবে পালন করার পক্ষে সমর্থন দেয়। ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে ভারত। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভারতজুড়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি চলছে। দিবসের মূল আয়োজনটি হবে চণ্ডীগড়ে।

এছাড়াও কেন্দ্রীয় সরকারের ৫৭ জন মন্ত্রী বিভিন্ন জায়গায় যোগ দিবসের আয়োজনে নেতৃত্ব দিবেন। কোন মন্ত্রী কোথায় যোগাসনের নেতৃত্ব দেবেন তা ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। ২০১৫ সালে মোদীর প্রথমবার নেতৃত্বে দিল্লির ঐতিহাসিক রাজপথে ৩৬ হাজার মানুষের অংশগ্রহণে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন