আন্তর্জাতিক ডেস্ক: নাশকতা সম্পর্কিত হিংসায় জম্মু ও কাশ্মীরে গত ১ বছরে ১৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭ জন নিরাপত্তারক্ষী এবং ১০৮ জন জঙ্গি। তাছাড়া গ্রেপ্তার করা হয়েছে ৮০০ জনকে। সম্প্রতি কাশ্মীর বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই তথ্য পেশ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ।
জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পদও নিজের কাছেই রেখেছেন মেহবুবা। তিনি জানান, ২০১৫ সালের ১৫ই জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ই জানুয়ারির মধ্যে ১৪৬টি নাশকতামূলক হামলা হয়েছে। এর ফলে ১০৮ জঙ্গি, ৩৯ নিরাপত্তাকর্মী এবং ২২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে নিয়ন্ত্রণরেখায় মোট ১৮১টি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, যাতে ৮ জন নিরাপত্তাকর্মীসহ ২২ জনের মৃত্যু হয়। আর ১৩ জন নিরাপত্তাকর্মীসহ ৭৫ জন আহত হয়েছে ।
মেহবুবা জানান, দক্ষিণ কাশ্মীরের ৪ জেলা অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং শোপিয়ানে সর্বাধিক (৬১) নাশকতা হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিরাপত্তাকর্মী প্রাণ হারান। জখম হয়েছে ৩৪ জঙ্গি। অন্যদিকে, পাক-অধিকৃত কাশ্মীরের সঙ্গে সীমান্ত লাগোয়া উত্তর কাশ্মীরের ৩ জেলা কুপওয়ারা, বারামুলা এবং বান্দিপোরা, সেখানে মৃত্যুর সংখ্যা দক্ষিণের চেয়ে দ্বিগুণ। তিনি জানান, ৫৭টি নাশকতামূলক ঘটনায় মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন নিরাপত্তাকর্মী রয়েছেন এবং ৬০ জন জঙ্গি রয়েছে ।