News71.com
 International
 20 Jun 16, 01:22 PM
 573           
 0
 20 Jun 16, 01:22 PM

ভারতে গাড়ির ভিতর আটকা পড়ে দমবন্ধ হয়ে শিশুর মৃত্যু।।

ভারতে গাড়ির ভিতর আটকা পড়ে দমবন্ধ হয়ে শিশুর মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে ভারতের গুজরাটের সুরাটের স্টেশন রোডস্থ অভিজাত একটি এলাকায় মাত্র ৬ বছরের একটি শিশু আপনমনে খেলতে খেলতে বাড়ির সামনে পার্ক করা গাড়ির ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ খেলার পর দরজা খোলার চেষ্টা করলেও সেটা আর খুলতে পারেনি। গাড়িটির জানালার সব কাচ বন্ধ থাকায় অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে সেখানেই মারা যায় শিশুটি।

গত সোমবার নিখোঁজ হয় সোমেশ দাস নামের ওই শিশুটি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর শিশুটিকে না পাওয়ায় থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন তারা। চার দিন পর গত শুক্রবার গাড়ির ভিতর থেকে পঁচা দূর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন গাড়ির মালিককে খবর দেন। পরে মালিক এসে গাড়ির দরজা খুললে সেখানে সোমেশের আধপঁচা মৃতদেহ পাওয়া যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়, শিশুটি একা একা খেলতে খেলতে ওই গাড়িতে ঢুকে পড়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন