আন্তর্জাতিক ডেস্ক: সরকারি বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে আলজেরিয়ায় ৮ জঙ্গি নিহত হয়েছে বলেন, জেরুজালেম পোস্ট। জঙ্গি বিরোধী এই অভিযানের সময় সন্দেহভাজন ৪ জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়।
গতকাল রবিবার দেশটির রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে মিদিয়া শহরে এই ঘটনা ঘটে। নিহত ও আটকেরা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা এবং আইএসের হামলার ঘটনা অনেক বারই ঘটেছে। আটক্রত জঙ্গিরা আন্তর্জাতিক কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
আলজেরিয়ায় জঙ্গি হামলার ঘটনা কম হলেও ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন।