News71.com
 International
 19 Jun 16, 11:38 PM
 544           
 0
 19 Jun 16, 11:38 PM

এক নারীর গর্ভে ৬৯ সন্তানের জন্ম

এক নারীর গর্ভে ৬৯ সন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে রেকর্ডের শেষ নেই। কেউ সবচেয়ে বেশি বিয়ে করে রেকর্ড গড়েন। কেউ স্থুলকায় হয়ে রেকর্ড করেন। কেউ আবার শুক্রানু দানের মাধ্যমে বিশ্বজুড়ে শত শত সন্তানের বাবা হয়ে রেকর্ড করছেন। তবে এবার যে রেকর্ডটির কথা বলবো তা শুনলে অবিশ্বাস্যই মনে হবে ।

১জন স্ত্রীর থেকে সর্বাধিক সন্তান পাওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন এক বাবা। এ বাবার বাড়ি রাশিয়ার মস্কোয়। তার সন্তানের সংখ্যা ৬৯টি। এখানেই শেষ নয়। অনেকে ভাবতে পারেন প্রতিবছর একটা করে সন্তান জন্ম দিলেও তো ৬৯ বছর লেগে যাওয়ার কথা। সেটা সত্য। তবে ওই ব্যক্তির স্ত্রী ফিওডোর তাকে ১৬ জোড়া যমজ, ৭ সেট ট্রিপলেট একসঙ্গে ৩টি বাচ্চা হওয়া ও ৪ সেট কোয়াড্রুপ্লেট একসঙ্গে ৪টি বাচ্চা হওয়া সন্তান উপহার দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে ওই নারী কখনো কোন একক সন্তান জন্ম দেননি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন