News71.com
 International
 19 Jun 16, 11:25 PM
 548           
 0
 19 Jun 16, 11:25 PM

তথ্য পাচারের দায়ে মিসরের সাবেক শাসক মুরসির ১৫ বছর কারাদণ্ড

তথ্য পাচারের দায়ে মিসরের সাবেক শাসক মুরসির ১৫ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: তথ্য পাচারের দায়ে মিশরের একটি আদালত দেশটির সাবেক ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছে। মামলাটিতে মোট ১১ জন অভিযুক্তের মধ্যে ৬জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে আল জাজিরা আরবি চ্যানেলের বার্তা বিভাগের পরিচালক। তার বিরুদ্ধে মিশরের গোপন তথ্য কাতারে পাচারের অভিযোগ আনা হয়েছে। গত ৭ মে তারিখে দেশটির নিম্ন আদালতের দেয়া রায় বহাল রাখল উচ্চ আদালত।

চূড়ান্তভাবে মৃত্যুদণ্ডের রায় দিতে মিশরের গ্র্যান্ড মুফতি শাওকি আলমের পরামর্শ নিতে হবে আদালতকে। গ্র্যান্ড মুফতির পরামর্শ নেয়া বাধ্যতামূলক না হলেও আদালত তাকে সম্মান করে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন