আন্তর্জাতিক ডেস্ক: এক মুসলিম শিক্ষিকাকে বোরখা পরতে বারণ করায় উত্তেজনা ছড়াল জম্মু-কাশ্মীরে। তিন মাস আগে ওই মুসলিম শিক্ষিকা কাশ্মীরের দিল্লি পাবলিক স্কুলে বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি স্কুলে বোরখা পরে আসতেন। আর তাতেই সায় ছিল না স্কুল কর্তৃপক্ষের।
গত শুক্রবার তাঁদের তরফ থেকে ওই শিক্ষিকাকে বোরখা পরতে নিষেধ করা হয়। এরপরেই গোটা স্কুলে উত্তেজনা ছড়ায়। ছাত্র-ছাত্রীরাও ওই শিক্ষিকার পক্ষ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ ঘটনার আঁচ বিধানসভায় পৌঁছাতে সময় নেয়নি। শনিবার বিধানসভায় এই নিয়ে প্রশ্ন তোলেন লাঙ্গাতের নির্দল বিধায়ক শেখ আবদুল রশিদ।
শেষ পর্যন্ত মেহবুবা মুফতি সরকার গোটা ঘটনায় হস্তক্ষেপ করে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মেহবুবা মন্তব্য করেন, ‘জম্মু-কাশ্মীর ফ্রান্স নয়। এখানে কে কী পরবেন সেটা সরকার বা কোনও বেসরকারি প্রতিষ্ঠান ঠিক করবে না। এটা সম্পূর্ণই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার।’