আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সরকারি বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ একটি শহর ফালুজা প্রায় পুনর্দখল করে ফেলেছে। এই শহরটি গত দু’বছর ধরে ছিলো তথাকথিত ইসলামিক স্টেটের জঙ্গিদের দখলে। অধিকাংশ এলাকা থেকে জঙ্গিদের হটিয়ে দেওয়ার পর ফালুজায় জেলখানারও নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। তারপরেই তারা ওই জেল থেকে সাড়ে তিনশোর মতো লোককে ছেড়ে দিয়েছে।
ইসলামিক স্টেট তাদেরকে সেখানে বন্দী করে রেখেছিলো। ইরাকি হাসপাতালের সূত্র বলছে, এসব বন্দীর স্বাস্থ্য ভেঙে গেছে। দেখে বোঝাই যাচ্ছে ঠিকমতো খাবার না পাওয়ার কারণে তারা অপুষ্টিতে ভুগছে। রো শহর থেকে জঙ্গিদের হটিয়ে দিলেও সামরিক বাহিনী তাদের আক্রমণ এখনও অব্যাহত রেখেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন, শহরের কিছু কিছু এলাকা আই এস জঙ্গিদের দখলে থাকায় এখনও যুদ্ধ শেষ হয়নি।
তবে ইরাকি প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে শহরটিকে মুক্ত করা হয়েছে। ফালুজা রাজধানী বাগদাদ থেকে ৩০ মাইল পশ্চিমে। ইসলামিক স্টেট যে দুটো গুরুত্বপূর্ণ শহর দখল করে রেখেছিলো তার একটি এই ফালুজা। অন্যটি মসুল। বিবিসির কূটনীতিক সংবাদদাতা জনাথন মার্কাস বলছেন, ফালুজায় আই এসের পরাজয় এই গোষ্ঠীটির জন্যে একটি বড় ধরনের ধাক্কা। এর ফলে তাদের মনোবলে চিড় ধরবে। পাশাপাশি জঙ্গি ও অর্থ সংগ্রহেও ভাটা পড়তে পারে।