আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'নীরব' থাকায় তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গ কংগ্রেস প্রধান অধীর চৌধুরী। রাজ্যের বিজেপি ইস্যুটি নিয়ে মমতার সমালোচনার পর তিনিও মুখ খুললেন এবার। অধীর চৌধুরী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা একটি গুরুতর উদ্বেগের বিষয়। পরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এ হামলা চালানো হচ্ছে। এই ঘটনায় অনেক পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু এবং তাদের সহায়তাকারীদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটেছে।
অধীর চৌধুরী আরো বলেন, সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উৎখাতে উঠে পড়ে লেগেছে যা ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। এ বিষয়ে আমি পররাষ্ট্র মন্ত্রীকে (সুশমা স্বরাজ) এ বিষয়ে লিখিত দিয়েছি। এ সময় মমতার সমালোচনা করেন তিনি এবং বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে, বাংলাদেশের সঙ্গে আমাদের খুব আন্তরিক সম্পর্কে থাকলেও পশ্চিমবঙ্গ সরকার বিষয়টি নিয়ে কোন কথা বলছে না। এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) নির্লিপ্ত আছেন। প্রতিবেশী হিসেবে তারা আমাদের সহায়তা আশা করে।আর তাদের আশা করারই তো কথা। বাংলাদেশের মানুষও আমাদের সহায়তার বিষয়ে কথা বলছে। শেখ হাসিনা সরকারের প্রতি আমাদের আস্থা আছে। তারা নিশ্চয়ই কার্যকরভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবে আশা করতেছি।