আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামালার শিকার হয়েছেন আতিক আসলাম (৩১) নামে এক বাংলাদেশি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের ব্রঙ্কসের ম্যাগ্রো এভিনিউর একটি মসজিদে তারাবির নামাজে যাওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী রা জানায়, আতিক আসলাম ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে তারাবির নামাজে যাওয়ার সময় মসজিদটির অদূরে কয়েকজন কৃষ্ণাঙ্গ যুবক হঠাৎ তার ওপর হামলে পড়ে। যুবকরা তাকে বেধড়ক পিটিয়ে কিল ঘুষি মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে পুলিশে কল করে।
তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে এ্যাম্বুলেন্সে করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। আহত আতিক আসলামের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জে। তিনি পার্কচেস্টার এলাকায় বসবাস করেন।