নিউজ ডেস্ক: চুরির অপরাধে এবার এক যুবকের হাত-পা কেটে অনলাইনে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।এ ছবি প্রকাশের ঠিক একদিন আগে ব্যাভিচারের অপরাধে ৪ জন পুরুষকে পাথর মেরে হত্যা করার ছবি প্রকাশ করে।
চোরকে সাজা দেয়ার ওই ছবিগুলোতে দেখা গেছে, একজন আইএস জঙ্গি চোরের শাস্তিনামা পড়ে শোনাচ্ছেন আর তাকে ঘিরে রয়েছে কয়েকজন একে-৪৭ হাতে আইএস জঙ্গি। এই চোরকে একটি প্লাস্টিকের চেয়ারে বসিয়েছিলেন আইএস। তার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। এরপরই চোরের ডান হাতের কবজি ও বাম পায়ের পাতা কেটে নেয় আইএস।
হাত,পা কেটে এই চোরকে ফেলে রাখেনি জঙ্গিরা। তারা দু’জন আইএস জঙ্গি তার হাত ও পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। চোরটির হাত-পায়ে ব্যান্ডেজ দিয়ে একটি দড়ির খাটে বিশ্রামের জন্য রাখে যায়।