News71.com
 International
 19 Jun 16, 12:40 PM
 549           
 0
 19 Jun 16, 12:40 PM

বিশ্বের সবচেয়ে নিরাপদ ১১ টি দেশ

বিশ্বের সবচেয়ে নিরাপদ ১১ টি দেশ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের জনগণের নিরাপত্তার বিষয়টি বিশ্লেষণ করে গ্লোবাল পিস ইনডেস্ক ২০১৬ সম্প্রতি সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তার পরিস্থিতি।

বাংলাদেশ ও প্রতিবেশীদের অবস্থান:

বাংলাদেশের অবস্থান তালিকায় মধ্যম মানের দেশ হিসেবে রয়েছে। এ তালিকা অনুযায়ী বাংলাদেশ খুব নিরাপদ কিংবা খুব অনিরাপদ কোনো দেশের মধ্যেই পড়ে না। বাংলাদেশের পাশাপাশি এ তালিকায় একই গ্রুপে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশ। ভারতের অবস্থান বাংলাদেশের চেয়ে কিছুটা অনিরাপদ, যাকে নিম্ন (low) তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের অবস্থান আরও কিছুটা নিচে যা খুব কম (very low) নিরাপদ দেশ হিসেবে উঠে এসেছে।

বিশ্বের সবচেয়ে নিরাপদ ১১টি দেশের নাম-

১. আইসল্যান্ড ২. ডেনমার্ক ৩. অস্ট্রিয়া ৪. নিউজিল্যান্ড ৫. পর্তুগাল ৬. চেক রিপাবলিক ৭. সুইজারল্যান্ড ৮. কানাডা ৯. জাপান ১০. স্লোভেনিয়া ১১. ফিনল্যান্ড

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন