News71.com
 International
 19 Jun 16, 12:36 PM
 529           
 0
 19 Jun 16, 12:36 PM

ব্রিটিশ সেনাবাহিনীতে ২০০৭ সালের পর থেকে কর্মরতদের মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে ।।

ব্রিটিশ সেনাবাহিনীতে ২০০৭ সালের পর থেকে কর্মরতদের মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ সেনাবাহিনীতে ২০০৭ সালের পর থেকে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০৭ সালের ১ই এপ্রিল থেকে ৩১শে মার্চ ২০১৬ পর্যন্ত সমীক্ষাটি চালায় ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সমীক্ষায় বলা হয়, ২০০৭ সালে মানসিক সমস্যা ১.৮ শতাংশ থাকলেও তা ২০১৬ সালে এসে ৩.২ শতাংশে পৌঁছেছে। আরো বলা হয়, ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি মানসিক সমস্যা রয়েছে। প্রতি হাজারে এ বয়স সীমার মধ্যে ৩৭.৭ শতাংশ মানসিক সমস্যা দেখা দেয়। এ ছাড়া, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মানসিক সমস্যা দ্বিগুণের বেশি হয়। ২.৮ শতাংশের পুরুষের মধ্যে মানসিক সমস্যা দেখা দিলেও নারীদের মধ্যে এর ব্যাপ্তি ৬.৩ শতাংশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন