আন্তর্জাতিক ডেস্ক: প্রতিদিন-ই কারো না কারো জন্মদিন পালিত হচ্ছে এই বিশ্বে। তবে প্রতিদিন নিশ্চয়-ই পৃথিবীর কোথাও শত জন্মদিন পালনের ঘটনা ঘটে না। এই রকম বিরল ঘটনা দেখা যায় না কোথাও। ঠিক এমনই একটা বিরল ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
বার্নিস গ্রিমস আন্ডারউড, গ্লাডিস ওয়ার বাটলার ও রাথ হামেট-এই তিন ভাগ্যবতী নারীর গতকাল শনিবার ছিল শততম জন্মদিন। উত্তরপশ্চিম ওয়াশিংটনের জিয়ন ব্যাপটিস্ট চার্চে গতকাল তারা একত্রে নিজেদের জন্মদিন উদযাপন করেন। এ সময় তাদের ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ শ' খানেক আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন এই অনুস্থানে।
শৈশবকাল থেকেই ওই তিন নারী একসঙ্গে দক্ষিণপশ্চিম ওয়াশিংটনে বড় হয়েছেন। ১৯১৬ সালের জুন বা জুলাইয়ে তাদের জন্ম হয়। ১৯৯৩ সালে তাদের প্রত্যেকে প্রথমবারের মতো মা হন। তাদের যখন জন্ম হয় তখন যুক্তরাষ্ট্রে নারীদের ভোট দেয়ারও অধিকার ছিল না। এই তিন নারী কখনো চিন্তাও করতে পারেননি যে কোনোদিন যুক্তরাষ্ট্রে কোনো নারী বা কৃষ্ণাঙ্গ কেউ প্রেসিডেন্ট হতে পারবেন। তাই আগামি ৮ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারির ক্লিনটনের পক্ষে ভোট দেবেন বলে তারা বলেছেন। তারা প্রত্যেকে গত নির্বাচনে বারাক ওবামাকে ভোট দিয়েছিলেন। ওবামাই হচ্ছেন দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
আন্ডারউড, বাটলার ও রাথ হামেট নিজেদের দীর্ঘ জীবনের পেছনে রহস্য কী তা বলেন। নিয়মিত প্রার্থনা ও সৃষ্টিকর্তার কৃপা এর পেছনে ভূমিকা রেখেছে বলে তাদের মত। জীবন নিয়ে তাদের কোনো দুঃখবোধ নেই বরং তারা বেশ সুখে আছেন।
এইদিকে, লিওনা বার্নস নামে ওই তিন নারীর একজন ঘনিষ্ঠ বান্ধবী ছিল যিনি গত মে মাসে মৃত্যুবরণ করেন। এমনটি না হলেও বার্নসও তাদের সঙ্গে নিজের শততম জন্মদিন পালন করতেন।