News71.com
 International
 19 Jun 16, 11:49 AM
 575           
 0
 19 Jun 16, 11:49 AM

ফের নানি হলেন হিলারি ক্লিনটন....

ফের নানি হলেন হিলারি ক্লিনটন....

আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলেয় সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দম্পতির একমাত্র সন্তান চেলসি ক্লিনটন দ্বিতীয় সন্তানের মা হয়েছেন।গতকাল(১৮জুন) শনিবার চেলসি ও তার স্বামী মার্ক মেজভিনস্কি নিজেদের দ্বিতীয় সন্তান জন্মের ঘোষণা দেন।

উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে মা হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার মধ্যে গর্ভে দ্বিতীয় সন্তান ধারণের ঘোষণা দেন চেলসি ক্লিনটন ।এদিকে, সদ্যজাত পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আইদান ক্লিনটন মেজভিনস্কি। চেলসি বলেন, “আমাদের পুত্রের জন্মগ্রহণে মার্ক ও আমি কৃতজ্ঞতা ও ভালবাসায় উদ্বেলিত।

শার্লট ক্লিনটন মেজভিনস্কি নামে চেলসি-মার্ক দম্পতির দু'বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে। ফের নানি হয়ে হিলারি নিজের ট্যুইটার একাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, স্ত্রী, মা, নানি। চেলসি তার হিলারি ক্লিনটনের রাজনৈতিক কর্মসূচীতে প্রায়ই উপস্থিত থাকেন। গত ৭ জুন নিউইয়র্কের ব্রুকলিনে হিলারির জনসভায় মার পাশে উপস্থিত ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন