আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের জনগণ সাম্প্রতিক সময়ের তুলনায় বর্তমানে নিজেদেরকে কম নিরাপদ অনুভব করে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ।
গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কংগ্রসের কাছে দেয়া পেন্টাগনের প্রতিবেদন বলা হয়েছে, আফগানিস্তানের জনগণ নিজেরদেরকে নিরাপদ অনুভব করে না। এর আগে যেকোন সময়ের তুলনায় বর্তমানে নিরাপত্তা সম্পর্কে মানুষের ধারণা সর্বনিম্ন পর্যায়ে বলে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গত মার্চ মাসে চালানো এক জরিপে আফগানিস্তানের ২০ ভাগ মানুষ নিরাপত্তাকে ভাল বলে মন্তব্য করেছিল।এর আগের বছর এই হার ছিল ৩৯ ভাগ ।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানরা যখন আফগানিস্তান শাসন করছিল সেই সময়ের তুলনায় বর্তমানে নিরাপত্তা পরস্থিতি খুব খারাপ অবস্থা বলে দেশটির ৪২ ভাগ মানুষ মনে করে। বর্তমানে আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে বেসামরিক ব্যক্তিসহ নিহত মানুষের সংখ্যার রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের সন্ত্রাসের বিরুদ্ধে কথিত যুদ্ধের মাধ্যমে ২০০১ সালে তালেবান সরকারের পতন ঘটলেও ১৫ বছর পরও আফগানিস্তানে শান্তি ফিরে আসে নি। দেশটিতে ১০ হাজার মার্কিন সেনার উপস্থিতির সত্ত্বেও সেখানে মানুষের কোনো নিরাপত্তা তো নেই বরং সারা দেশে অস্থিরতা বিরাজ করছে ।