নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে লাইসেন্স ছাড়া কুকুর লালন পালন করা অবৈধ। কেউ লাইসেন্স ছাড়া কুকুর লালন পালন করলে তাকে ১০ হাজার থেকে দুই লাখ দিরহাম জরিমানা দিতে হবে। গত বুধবার আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সিদ্ধান্তের আওতায় লাইসেন্স ছাড়া জন্তু জানোয়ার লালন পালন, বেঁচাকেনা ও প্রজনন করলে ১০ হাজার থেকে পাঁচ লাখ দিরহাম (দুই লাখ ১৬ টাকা থেকে এক কোটি আট লাখ টাকা) জরিমানার বিধানও রাখা হয়েছে। লাইসেন্স ছাড়া পালিত কুকুর জন্তু কিংবা বন্য হিংস্র প্রাণি কাউকে আক্রমণ করলে বা কারো কোনো প্রকার ক্ষতি করলে অথবা আক্রমণে কারো মৃত্যু হলে তার মালিককে যাবজ্জীবন কারাভোগের বিধানও রাখা হয়েছে।