News71.com
 International
 18 Jun 16, 07:36 PM
 528           
 0
 18 Jun 16, 07:36 PM

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ১২ জন

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ১২ জন

আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী বড় ধরনের এক অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। সারাদেশের ৪০টিরও বেশি বাড়িতে চালানো হয়েছে তল্লাশি। গত সপ্তাহেই বেলজিয়ামে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন যে সম্প্রতি সিরিয়া থেকে ইসলামিক স্টেটের একদল জঙ্গি ইউরোপে আসছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টে বেলজিয়ামের কোনো একটি ম্যাচের সময় হামলা চালানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছিলো। মার্চ মাসে ব্রাসেলস বিামনবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলায় ৩২ জন নিহত হবার পর থেকে বেলজিয়ামে উচ্চমাত্রার সতর্কতা জারি রয়েছে। কেন্দ্রীয় কৌঁসুলি জানিয়েছেন রাতের বেলা ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।

ব্রাসেলসের আশেপাশে ১৬টি পৌর এলাকায় তল্লাশি চালানো হয়েছে। পুলিশ তালাবন্ধ দেড়শটির বেশি গ্যারেজে তল্লাশি চালিয়েছে যদিও কোনো অস্ত্র বা বিস্ফোরক তারা খুঁজে পায় নি। দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেছেন প্রকাশ্য অনুষ্ঠান তারা বন্ধ করছেন না, তবে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

অবশ্য ফ্রান্সে ইউরো ফুটবল টুর্নামেন্টে বেলজিয়ামের কোনো ম্যাচের সময় হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর এই তল্লাশি অভিযান চালানো হয়েছে এমন কথা অস্বীকার করেছেন বেলজিয়ান কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন