News71.com
 International
 18 Jun 16, 07:27 PM
 485           
 0
 18 Jun 16, 07:27 PM

পৃথিবীর দীর্ঘতম শাড়ি উৎসর্গ করা হয়েছে দেবী পদ্মাবতীকে

পৃথিবীর দীর্ঘতম শাড়ি উৎসর্গ করা হয়েছে দেবী পদ্মাবতীকে

আন্তর্জাতিক ডেস্ক: উপমহাদেশের সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে রয়েছে শাড়ি। যতই আরবীয় কিংবা পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব থাকুক না কেন শাড়ির আবেদন কমবে না। এবার পৃথিবীর দীর্ঘতম শাড়ির অধিকারী হলো উপমহাদেশই। এই মুহূর্তে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে যদি প্রামাণ্য ধরা যায় তবে বিশ্বের দীর্ঘতম শাড়িটি রয়েছে ভারতের এক ধর্মীয় ট্রাস্টের কাছে।

চেন্নাইয়ের শ্রী পার্শ্ব পদ্মাবতী ট্রাস্টের প্রতিষ্ঠাতা শ্রী বসন্ত গুরুদেব শক্তিপীটধীপথ-এর কাছে রয়েছে এই শাড়ি যা আসলে উৎসর্গ করা হয়েছিল জৈন দেবী পদ্মাবতীকে। শাড়িটির দৈর্ঘ্য ২১০৬ ফুট ১০ ইঞ্চি বা ৬৪২.৩ মিটার। চেন্নাইয়ের কুমারন সিল্ক এই শাড়িটি তৈরি করেছিল ১৮ দিনে ধরে নিরলস কাজ করে ।

৩ জন এক্সপার্ট একটি মেশিনেই বুনেছিলেন শাড়িটি এবং দাবি করা হয় যে ১৮ দিন টানা ২৪ ঘণ্টা করেই চলত শাড়ি বোনা। এক একজন তন্তুবায় ৮ ঘণ্টার শিফটে কাজ করেছেন। এর আগে দীর্ঘতম শাড়ির গিনেস রেকর্ডটি ছিল কোচির ‘সিমত্তি’ নামের একটি দোকানের। সিমত্তির শাড়িটি ১৫৮৫ ফুট দীর্ঘ এবং চেন্নাইয়ের পঠি নামক একটি সংস্থার। এই শাড়িটি টানা ২ মাস ১৯ দিন ধরে বোনা হয়েছিল। একজন ডিজাইনারের তত্ত্বাবধানে বুনেছিলেন ১২০ জন তাঁতী।

আবার সিমত্তি যে শাড়িটির রেকর্ড ভেঙেছিল তার দৈর্ঘ্য ছিল ১২৭৬ ফুট। এছাড়াও দক্ষিণ ভারতের একাধিক শাড়ি সংস্থার কয়েকশো ফুট দীর্ঘ শাড়ি রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য আরএমকেভি সিল্ক সংস্থার ৭০০ ফুট শাড়ি যেখানে পল্লব ভাস্কর্যের বিখ্যাত নিদর্শন, ‘অর্জুনের প্রায়শ্চিত্ত’ নামের বাস রিলিফের ইমেজগুলি বুননের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন