News71.com
 International
 18 Jun 16, 01:15 PM
 525           
 0
 18 Jun 16, 01:15 PM

ভারতে দিল্লি বিমানবন্দরের ভল্ট থেকে ২৪ কেজি স্বর্ণ গায়েব ।।

ভারতে দিল্লি বিমানবন্দরের ভল্ট থেকে ২৪ কেজি স্বর্ণ গায়েব ।।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি বিমানবন্দরের ভল্ট থেকে ২৪ কেজি স্বর্ণ গায়েব হয়ে গেছে। গত মঙ্গলবার শুল্ক দফতরের কয়েকজন কর্মকর্তা ভল্ট পরিদর্শনে যাওয়ার পর বিষয়টি ধরা পড়ে। নিউ দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে এ ঘটনাটি ঘটেছে ।

বিমান সূত্রে জানা যায়, ১৯৮৯ সালের ২৪শে জুলাই ইব্রাহিম হানিফ নামে এক ব্যক্তির কাছ থেকে এই স্বর্ণ বাজেয়াপ্ত করার পর তা ভল্টে রাখা হয়। গত মঙ্গলবার শুল্ক দফতরের কর্মকর্তারা ভল্ট পরিদর্শনে আসেন। ওই প্যাকেটের গায়ে বড় বড় হরফে ওজন লেখা ১.২৭ কেজি কিন্তু সেই তুলনায় হালকা মনে হওয়ায় সিল খুলিয়ে দেখতে চান তারা। প্যাকেটের ভিতরে বাজেয়াপ্ত স্বর্ণের মাত্র ৫০০ গ্রাম ছিল। বাকিটা একই রকম দেখতে হলুদ রঙের বস্তু দিয়ে ভর্তি করা হয়েছিল। খুব সুক্ষ্মভাবে স্বর্ণ বের করে নিয়ে তা আবার সিলও করে দেওয়া হয়েছে ।

শুধু এই একটি ঘটনাই নয়, সব মিলিয়ে ভল্ট থেকে গায়েব হয়ে যাওয়া স্বর্ণের পরিমাণ মোট ২৪ কেজি! অনেক বছর ধরেই যা অল্প অল্প করে ভল্ট থেকে বের করে নেওয়া হচ্ছে। প্রতি ক্ষেত্রেই আবার একইভাবে প্যাকেটে স্বর্ণের বিনিময়ে কাছাকাছি দেখতে কোনও বস্তু রেখে দিয়ে সিল করা হয়েছে। চুরির কিনারা করতে বিগত ২০ বছর ধরে যে সব কর্মকর্তারা ভল্টের দায়িত্বে ছিলেন তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন