আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিমানবাহিনীতে প্রথম নারী যোদ্ধা ফাইটার পাইলট । হিসেবে ৩ জনের কমিশন হয়েছে আজ। বিশেষ এ কৃতিত্ব অর্জনকারী এই তিন নারী হলেন আভানি চতুর্বেদী, ভায়ানা কান্ত ও মোহনা সিং। এ অবস্তায় দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় মাইলফলক কারণ এর মধ্য দিয়ে দেশটিতে এই নারীদের যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নেয়ার আনুষ্ঠানিক অনুমোদন মিললো।
হিন্দুর ভারত সরকার গত বছরের নভেম্বরেই বিমানবাহিনীতে পরীক্ষামূলকভাবে ৫ বছরের জন্য নারী যোদ্ধা পাইলট অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়। আজ শনিবার এ সিদ্ধান্তের বাস্তব প্রতিফলন ঘটলো। আবার, এই তিন নারী পাইলট এই মুহূর্তেই সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবেন না। এখন তাদেরকে 'হক' যুদ্ধ বিমানের উপর এক বছরের উন্নততর প্রশিক্ষণ দেয়া হবে। কেবল এরপরই তারা সুপারসনিক যুদ্ধ বিমান চালানোর সুযোগ পাবে।