আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সাংহাইয়ের একটি কাঁচাবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪জন নিহত হয়েছেন। আজ এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে ।
আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেশটির দমকল বাহিনী। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করছে দেশটির নিরাপত্তা বাহিনী ।