আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনাদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল চলছে। বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটেছে। জাপানে মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটির বাইরে বিপুল সংখ্যক জাপানি নাগরিক জড়ো হয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাঁটির প্রধান গেইট বন্ধ করে মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী স্লোগান দিতে থাকে। তাদের অনেকের হাতে ব্যানার ছিল যাতে লেখা ছিল 'মার্কিন মেরিন সেনারা বেরিয়ে যাও।' কিন্তু জোরপূর্বক এ বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়।
উল্লেখ্য, জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই বিক্ষোভ করে আসছে সেখানকার জনগণ। সেখানে ৪৭ হাজার সেনা মোতায়েন রয়েছে এবং এসব সেনা ধর্ষণ ও অপহরণের মতো নানা অপরাধে জড়িত বলে দাবি করছেন বিক্ষুব্ধ জনগন।