News71.com
 International
 18 Jun 16, 10:38 AM
 546           
 0
 18 Jun 16, 10:38 AM

ইরাকের গুরুত্বপূর্ন শহর ফালুজা পুনরুদ্ধার, আইএসের আংশিক পতন।।

ইরাকের গুরুত্বপূর্ন শহর ফালুজা পুনরুদ্ধার, আইএসের আংশিক পতন।।

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে ইরাকের ফালুজা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তিনি বলেন, ফালুজার বেশিরভাগ অংশের দখল নিয়েছে ইরাকি সরকারি বাহিনী। তবে এখনও ফালুজাকে সম্পুর্ণ ভাবে আইএসের দখলমুক্ত করা সম্ভব হয়নি, অভিযান এখনো চলছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ফালুজা শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস। তারও কয়েক মাস পর ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলেরও দখল নেয় আইএস। গতকাল শুক্রবার (১৭ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে আবাদি বলেন, আমরা ফালুজার স্বাধীনতার ওয়াদা করেছিলাম এবং সে ওয়াদা পূরণ করেছি। ছোট কিছু অংশ ছাড়া এই শহরের নিয়ন্ত্রণ এখন আমাদের নিরাপত্তা বাহিনীর হাতে। আর যেটুকু উদ্ধার করা এখনও সম্ভব হয়নি সেগুলোও অল্প সমেয়র মধ্যে দখলে চলে আসবে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আবাদি লিখেছেন, ফালুজা ফিরে পেয়েছে মানুষ। পরের যুদ্ধটা হবে মসুল উদ্ধারে। দায়েশের (আইএস) পতন হবেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন