News71.com
 International
 18 Jun 16, 02:16 AM
 574           
 0
 18 Jun 16, 02:16 AM

অতিথির আগমণ, দরজা খুলতেই বাড়ির মালিক হতবাক!!

অতিথির আগমণ, দরজা খুলতেই বাড়ির মালিক হতবাক!!

আন্তর্জাতিক ডেস্ক: বাড়ির দরজায় অনেক ক্ষণ ধরেই খট…খট আওয়াজ হচ্ছিল। কে এসেছে দেখতে বাড়ির মালিক সবেমাত্র দরজাটা খুলেছেন, অতিথিকে দেখেই বাড়ির মালিকের অবস্থা খারাপ। কী করবেন বা কী করা উচিত বুঝে উঠতেই কয়েক সেকেন্ড সময় লেগে গেল। এমন অপ্রত্যাশিত অতিথি যদি আপনার বাড়িতে আসে আপনি সংজ্ঞাও হারাতে পারেন।

আসলে অতিথি একটি বিশাল আকারের মনিটর লিজার্ড । তাইল্যান্ডের নন্থাবুরির ওই বাড়িতে এসে দরজা ঠেলে ঢোকার চেষ্টা করছিল। এই ঘটনার কথা যখন সবাই জানতে পারে , প্রতিবেশীরা প্রশ্ন করেন বাড়ির মালিককে ভয় পাননি আপনি ।বাড়ির মালিক উল্টে হেসে বলেছেন, আসলে ঘরে ঢুকে আয়নায় একটু নিজেকে দেখার চেষ্টা করছিল দৈত্যাকার জন্তুটি!”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন