আন্তর্জাতিক ডেস্ক: আবারও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেছেন, 'পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে মুসলিমদের মঙ্গল গ্রহে পাঠিয়ে দেয়া উচিত।' এ ব্যাপারে ট্রাম্প শর্তসাপেক্ষে প্রস্তাবও দিয়েছেন বিজ্ঞানী ইলন মাস্ককে। প্রস্তাবে তিনি বলেন, 'যদি তিনি (ইলন মাস্ক) তার রকেটে করে মুসলিমদের মঙ্গলে পাঠিয়ে দিতে পারেন, তা হলে তাকে ট্রান্সপোর্টেশন সেক্রেটারির পদ দেবেন।'
ট্রাম্পের মতে, এতে যেমন মুসলিমদের উপকার হবে, তেমনই বিশ্বে শান্তির আবহ ফিরে আসবে। তিনি আরও জানান, আমেরিকাকে ধর্ষক মুক্ত করতে এর থেকে ভাল এবং কার্যকরি উপায় হতে পারে না। তবে এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। মুসলিমদের কটাক্ষ করে তিনি বলেন, 'বিশ্বাস করুন মুসলিমদের আমি ভালবাসি। আর সে কারণেই আমেরিকায় তাদের অনুপস্থিতি আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে তুলবে।'
ট্রাম্পের এই মুসলিম বিরোধী মন্তব্যে ফের সরগরম মার্কিন রাজনীতি। তার এসব মন্তব্যের তীব্র বিরোধিতা করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের একের পর এক মুসলিমবিরোধী মন্তব্যে এ বার মুখ খুলেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা জর্জ বুশ। তিনি বলেন, 'আধুনিক মার্কিন ইতিহাসে ট্রাম্প একজন মুসলিমবিরোধী আইকন।।'