আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় শুক্রবার একটি ব্যক্তি সিডনির হার্বার ব্রিজের পিলারে ওঠায় যানচলাচলে বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে বুঝিয়ে নিচে নামিয়ে এনে গ্রেফতার করে। প্রতিবেদনে বলা হয়, তিনি ব্যস্ত সেতুটির মাঝখানে এসে একটি ট্যাক্সি থেকে নেমে বিরাট ওই সেতুর একটি পিলারে ওঠা শুরু করেন।
সেতুর নিরাপত্তা কর্মীরা একে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঘটনা মনে করে আতঙ্কিত হয়ে পড়ে। ট্রাফিক ম্যানেজমেন্ট নেটওয়ার্কের কর্মকর্তা ইয়ান ওয়ালাসে বলেন, লোকটি ওই পিলারের প্রায় ৭৫ মিটার ওপরে উঠে পড়ে এবং নিচে নামতে অস্বীকার করে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এই নগরীমুখী কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়। মধ্যস্থতাকারীরা লোকটিকে নিচে নামাতে চেষ্টা করেন। প্রায় দুই ঘন্টা পর তিনি নিজের ইচ্ছাতেই নিচে নেমে আসেন। তাকে গ্রেফতার করে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো যায়। তবে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়নি।