News71.com
 International
 17 Jun 16, 09:04 PM
 582           
 0
 17 Jun 16, 09:04 PM

সিরিয়ার প্রেসিডন্ট বাশারের বিরুদ্ধে সামরিক অভিযানের আহ্বান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।।

সিরিয়ার প্রেসিডন্ট বাশারের বিরুদ্ধে সামরিক অভিযানের আহ্বান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ৫১ কূটনীতিক। দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তারা।

পক্ষান্তরে সিরিয়ায় ওবামা নীতির সমালোচনা করে একটি স্মারকলিপি স্বাক্ষর করেছেন তারা। স্টেট ডিপার্টমেন্টের নিয়মানুসারে, এ ধরনের স্মারকলিপিতে স্বাক্ষর করা নিয়ম বহির্ভূত নয়। তবে হোয়াইট হাউজের নীতির বিরুদ্ধে এক সঙ্গে এত কূটনীতিকের স্বাক্ষরের ঘটনা এর পূর্বে কখনো ঘটেনি।

স্মারকলিপিতে স্বাক্ষরের ওই ঘটনার কথা স্বীকার করেছেন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তদুপরি, যুক্তরাষ্ট্র যদি আসাদ সরকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপ নিতে না পারে তবে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তাই অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করা জরুরি বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন