আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের মেয়র সাদিক খানের খালি হওয়া সাউথ লন্ডনের টুটিং আসনের উপ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী রোজেনা আলিন খান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তানি বংশোদ্ভূত ডা. রোজেনা আলিন খান মোট ১৭,৮৯৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডান ওয়াটকিনস পান ১১,৫৩৭ ভোট। সাদিক খানের চেয়ে রজিনা অলিন বেশি ভোটের ব্যবধানে (৬,৩৫৭) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।
মে মাসে লন্ডনের মেয়র নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। রোজেনা আলিনের লেবার পার্টির ১০০তম নারী এমপি হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দলটির আরেক নারী এমপি জো কক্সকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়। যে কারণে ৯৯ নম্বরেই থেকে যেতে হচ্ছে রোজেনাকে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর লেবারের আরেক নারী এমপি টিউলিপ সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোজেনা আলিনকে অভিনন্দন জানান। জবাবে জো কক্সের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন রোজেনা। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কক্সের মৃত্যুর খবর পাওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে বিজয়ী ভাষণ দেননি রোজেনা।
পাকিস্তানি বাবা ও পোলিশ মার সন্তান রোজেনা স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক এবং কাউন্সিলর। তিন ও এক বছর বয়সী দুই সন্তানেন জননী রোজেনার স্বামী ওয়েলসের নাগরিক।