News71.com
 International
 17 Jun 16, 08:17 PM
 557           
 0
 17 Jun 16, 08:17 PM

৩৪ কোটি রুপিতে ফ্ল্যাট কিনলেন বিরাট কোহলি

৩৪ কোটি রুপিতে ফ্ল্যাট কিনলেন বিরাট কোহলি

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বাইয়ে ৩৪ কোটি রুপি দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন ভারতীয় ক্রিকেট টিমের ব্যাটসম্যান বিরাট কোহলি। ৭হাজার স্কয়ার ফিটের সি-ভিউ এই অ্যাপার্টমেন্ট সুপার লাক্সারি প্রজেক্টের ৩৫ তলায়।

একই বিল্ডিংয়েই থাকবেন আরেক ক্রিকেটার যুবরাজ সিং। ২০১৪ সালে ২৯তম তলায় একইরকম একটি ফ্ল্যাট কেনেন যুবরাজ সিং। কোহলির এক মুখপাত্র এ কথা নিশ্চিত করলেও ওমকার রিয়েলটরস ও ডেভলপার গ্রুপ কোনো মন্তব্য করেনি তিনি।

কিন্তু এই বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি। চলতি বছর ডিসেম্বরের দিকে তিনটি ৩০তলা দালান তৈরি করবে এই প্রতিষ্ঠান। সম্প্রতি ৭০ শতাংশ ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। বিরাট কোহলির কেনা ফ্ল্যাট তিনি পাবেন ২০১৮ সালের মাঝামাঝি সময়ে। 

মোট ১৩টি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোহলি বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার। চলতি বছর ফোর্বসের করা তালিকায় বিশ্বের শীর্ষ ধনী ক্রীড়াবিদদের মধ্যে জায়গা করে নেন কোহলি। এবার নিজেরই একটি সুগন্ধির কোম্পানি শুরু করতে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে বিরাট কোহেলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন