News71.com
 International
 17 Jun 16, 08:11 PM
 526           
 0
 17 Jun 16, 08:11 PM

যুক্তরাষ্ট্রে গাড়িতে আটকা পড়ে মৃত্যু হল ৩ বছরে এক শিশুর

যুক্তরাষ্ট্রে গাড়িতে আটকা পড়ে মৃত্যু হল ৩ বছরে এক শিশুর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে গাড়িতে আটকা পড়ে ইভান ত্রপোলিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু বরন করেছে। প্রচণ্ড গরমের কারণে গাড়ির ভেতরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় শিশুটি হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় এবং তারা মারা যায় বলে জানাগেছে । গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে । গতকাল দুপুর ২টায় গাড়ির ভেতর তার মরদেহ পাওয়া যায়।

মার্কিন তদন্তকারী কর্মকর্তারা বলেছেন শিশুটি কোনোভাবে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ঘর থেকে বের হয়ে গাড়িতে ঢুকে পেছনের সিটে গিয়ে বসে শিশুটি। ধারনা করা হয় খুব সম্ভাবত সে খেলনা খুঁজছিল। তবে আর বের হতে পারেনি। প্রায় ৪৫ মিনিট ভেতরে আটকা পড়ে মারা যায় শিশুটি। তীব্র গরমে গাড়িটিও গরম হয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী জানাগেছে , ওই সময় আমেরিকার হিউস্টন শহরে তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে শিশুটির বাবা-মা ঘটনার সময় কোথায় ছিলেন সেটা এখনও জানাতে পারেনি গণমাধ্যম। মৃত শিশুটির মা নিজে একজন ক্যান্সার রোগী। প্রতিবেশীরা বলেন, শিশুটি খুবই চঞ্চল প্রকৃতির ছিল। সারাক্ষণ এদিক-ওদিক দৌড়াতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন