আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ায় গতকাল এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় দেশটির জাতীয় ঐকমত্যের সরকারের অনুগত বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে। হাসপাতাল সূত্র এ কথা জানায় ।
মিসরাতার কেন্দ্রীয় হাসপাতালের একটি সূত্র জানায়, উপকূলীয় সিরতে নগরীর ১৩০ কিলোমিটার পশ্চিমে আবু গেরেইনে দায়েশের (আইএস) চালানো এক আত্মঘাতী হামলায় ১০ জন নিহত ও ৭জন আহত হয়েছে। হতাহতদের হাসপাতালে আনা হয়েছে ।