News71.com
 International
 17 Jun 16, 11:00 AM
 597           
 0
 17 Jun 16, 11:00 AM

আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরাকে যুক্তরাষ্ট্র অস্ত্র হিসেবে রেখে দিতে চায় ।।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরাকে যুক্তরাষ্ট্র অস্ত্র হিসেবে রেখে দিতে চায় ।।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরাকে যুক্তরাষ্ট্র অস্ত্র হিসেবে রেখে দিতে চায় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আল-কায়েদার স্থানীয় সংগঠন হচ্ছে 'আন-নুসর ।

রাশিয়া বেশ কিছুদিন থেকে বলে আসছে, কথিত মধ্যপন্থি বিরোধী গেরিলাদেরকে আন-নুসরা ফ্রন্ট অধ্যুষিত এলাকা থেকে সরে যেতে হবে। কিন্তু এসব বিরোধী গেরিলা নুসরা ফ্রন্টের এলাকা থেকে বেরিয়ে যায়নি। যুক্তরাষ্ট্র এরইমধ্যে রাশিয়াকে আন-নুসরা ফ্রন্টের ওপর বিমান হামলা না চালানোর জন্য অনুরোধ করেছে।

এ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, আমার মনে হয় এখানে কিছু ঘটনা আছে এবং সম্ভবত যুক্তরাষ্ট্র আন-নুসরাকে কোনো না কোনোভাবে রেখে দিতে চায় এবং ভবিষ্যতে আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরানোর কাজে লাগাবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সিরিয়ার হেমেইমি বিমান ঘাঁটি ও জর্দানের রাজধানী আম্মানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কেন্দ্রের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে ।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাগ্য ও সিরিয়ার সমস্যা সমাধানের প্রক্রিয়া নিয়ে মার্কিন সরকারের ধৈর্য্য ফুরিয়ে আসছে বলে জন কেরি সম্প্রতি যে মন্তব্য করেছেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন ল্যাভরভ। তিনি বলেন, হঠাৎ করে কী হলো তা ঠিক বোঝা যাচ্ছে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন