News71.com
 International
 17 Jun 16, 10:12 AM
 600           
 0
 17 Jun 16, 10:12 AM

ভারতে মানুষ হত্যায় দায়ে ৩ সিংহের যাবজ্জীবন কারাদন্ড .....

ভারতে মানুষ হত্যায় দায়ে ৩ সিংহের যাবজ্জীবন কারাদন্ড .....

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে চার ব্যক্তিকে হত্যার অভিযোগে আটক তিন সিংহকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতের গুজরাটের এক আদালতে অভিনব এ বিচারের রায় দেওয়া হয়। এর আগে মানুষ হত্যার জন্য সন্দেহভাজন ১৮ সিংহকে আটক করা হয়। তাদেরকে রাখা হয় খাঁচার ভিতর। সেই সময় তাদের বিচার চলছিল। অবশেষে দীর্ঘ বৈজ্ঞানিক পরীক্ষার পর দেওয়া হল এ রায়। ১৮ সন্দেহভাজনের মধ্যে তিন সিংহকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড। বাকিরা বেকসুর খালাস।

সাধারণ মানুষের উপর হামলা ও তাদের হত্যার অপরাধে দিন কয়েক আগে গুজরাটের গির অরণ্যভূমি থেকে ১৮টি সিংহকে বন্দি করে বনদপ্তর।

এরপর বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আর এই তিন সিংহকে দোষী সাব্যস্ত করা হয়। রাজ্যের জুনাগড়ের সক্করবাগ চিড়িয়াখানায় এই তিন নরখাদক সিংহকে আজীবন সাজা কাটাতে হবে। বাকি ১৫টি সিংহকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বন কর্মকর্তারা বলেন, পায়ের ছাপ এবং মল-মূত্র পরীক্ষা করে "অপরাধী" সিংহটিকে সনাক্ত করার চেষ্টা করেছেন তারা।

বন্য-পশু বিশেষজ্ঞ রুচি দেব বলেন, পায়ের ছাপ এবং মল-মূত্র দিয়ে সিংহের আচরণ সনাক্ত করা যায়। সেই সাথে খাঁচায় সিংহগুলোর আচরণও পর্যবেক্ষণ করা হয়। মানুষখেকো হয়ে গেলে সিংহরা মানুষ দেখলে হিংস্র হয়ে ওঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন