News71.com
 International
 16 Jun 16, 11:36 PM
 544           
 0
 16 Jun 16, 11:36 PM

বাল্টিক সাগরে ন্যাটো যুদ্ধজাহাজকে রুশ গোয়েন্দা জাহাজের ধাওয়া......

বাল্টিক সাগরে ন্যাটো যুদ্ধজাহাজকে রুশ গোয়েন্দা জাহাজের ধাওয়া......

আন্তর্জাতিক ডেস্কঃ ন্যাটোর সামরিক কমান্ডার ভাইস অ্যাডমিরাল জেমস জি. ফোগো বলেছেন, বাল্টিক সাগরে সামরিক মহড়ার সময় ন্যাটোর যুদ্ধজাহাজকে অনুসরণ করছে রাশিয়ার গোয়েন্দা জাহাজ। তিনি বলেছেন, আমরা রাশিয়ার ২টি জাহাজকে চিহ্নিত করেছি। তবে গভীর সাগরে রুশ সেনাদের আচরণ সন্তোষজনক ছিল বলে উল্লেখ করেন তিনি ।

বাল্টিক সাগরে ন্যাটোর সামরিক মহড়া নিয়ে গত সপ্তাহে মস্কো থেকে আলোচনা করে আসা একটি মার্কিন প্রতিনিধিদলকে অ্যাডমিরাল ফোগো এসব কথা জানিয়েছেন। বাল্টিক সাগরে গত ৩ই জুন থেকে ন্যাটোর সামরিক মহড়া শুরু হয়েছে এবং আগামী ১৯ই জুন পর্যন্ত চলবে। এ মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন অ্যাডমিরাল জেমস জি. ফোগো। মহড়ায় ৪০টির বেশি জাহাজ এবং ৬,০০০ সেনা অংশ নিচ্ছেন। এতে ন্যাটোর বাইরের দেশ ফিনল্যান্ড ও সুইডেন যোগ দিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন