News71.com
 International
 16 Jun 16, 11:35 PM
 544           
 0
 16 Jun 16, 11:35 PM

ভারতের কাশ্মীরে বন্দুক যুদ্ধে নিহত ৫......

ভারতের কাশ্মীরে বন্দুক যুদ্ধে নিহত ৫......

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত শাসিত কাশ্মীরে আজ এক বন্দুক যুদ্ধে এক সৈন্য ও সন্দেহভাজন ৪ বিদ্রোহী নিহত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র এনএন যোশী জানান, একদল সন্ত্রাসী ভোরবেলা সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করলে সৈন্যরা তাদের চ্যালেঞ্জ করে, এতে তীব্র বন্দুক যুদ্ধের সূচনা হয় ।

যোশী এএফপিকে বলেন, অভিযানে ৪ সন্ত্রাসী নিহত হয় এবং ১ সৈন্য আহত হন। পরে তিনি মারা যান। তিনি বলেন, ৩ দিনের মধ্যে এটি দ্বিতীয় অনুপ্রবেশ চেষ্টা। গত বুধবার ২৪ ঘণ্টাব্যাপী এক বন্দুক যুদ্ধে এক সৈন্য ও এক যোদ্ধা নিহত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন