News71.com
 International
 16 Jun 16, 11:05 PM
 571           
 0
 16 Jun 16, 11:05 PM

ইজিপ্টএয়ারের বিধ্বস্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডারের সন্ধান....

ইজিপ্টএয়ারের বিধ্বস্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডারের সন্ধান....

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমধ্যসাগরে খুঁজে পাওয়া ইজিপ্টএয়ারের ধ্বংসাবশেষে ককপিটে থাকা ভয়েস রেকর্ডার খুঁজে পাওয়া গেছে বলেছেন মিশরীয় তদন্তকারীরা। গত মাসে বিধ্বস্ত হয়েছিল এই বিমানটি। মিশরের উত্তর উপকূলে একটি পানির নিচে কাজ করতে সক্ষম রোবটসহ অনুসন্ধান চালাচ্ছে বিমানটির। এর আগে এটি সমুদ্রের নিচে ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল। ইজিপ্টএয়ারের ফ্লাইট এমএস৮০৪ প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৬ জন যাত্রী সহ বিধ্বস্ত হয়। এখনো জানা যায়নি বিমানটি কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। বিমানটির নির্মাতা এয়ারবাস বলেছিল, বিমানটির ‘ব্ল্যাক বক্স’ ফ্লাইট রেকর্ডারটি খুঁজে পেলে জানা যাবে কি কারণে রাডার থেকে এমএস৮০৪ হারিয়ে গিয়েছিল। ককপিটের ভয়েস রেকর্ডার থেকে তদন্তকারীরা জানতে পারবেন, পাইলট ও কো পাইলটরা বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কি বলছিলেন।যদি বিমানটির ফ্লাইট ডাটা রেকর্ডার খুঁজে পাওয়া যায় তাহলে জানা যাবে যে,কম্পিউটারটি সে সময় কি রেকর্ড করছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন