আন্তর্জাতিক ডেস্কঃ বিয়ে করতে রাজি না হওয়ায় এক পুরুষকে এসিড ছোড়ার দায়ে পাকিস্তানে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ বছর বয়সী সেই তরুণের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেছে মায়েটির পরিবার। কিন্তু মেয়েটি বলেছে, নিজেকে রক্ষা করতে সে এসিড ছুড়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের মুলতানে গত মঙ্গলবার সকালে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, পুরুষটি বরাবরের মতো নারীর বাসায় গিয়েছিল, কিন্তু আবারও তাকে বিয়ে করতে অমত করায় এসিড ছুঁড়ে মারে নারী। এসিড ছুড়ে মারার সময় নিজের মুখ ঢেকে ফেলতে পেরেছিল তবে তার পিঠ পুড়ে গেছে। পুরুষটি চিৎকার করতে করতে এসিড মাখা অবস্থায় ওই নারীর বাসা থেকে বের হয়। পাকিস্তানে প্রতি বছর অসংখ্য এসিড ছুড়ে মুখমণ্ডল পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। তবে কোনো পুরুষের এই ধরণের হামলার শিকার হওয়ার ঘটনা বিরল।