News71.com
 International
 16 Jun 16, 12:58 PM
 589           
 0
 16 Jun 16, 12:58 PM

হোয়াইট হাউসে ওবামা-দালাইলামা বৈঠক ।।

হোয়াইট হাউসে ওবামা-দালাইলামা বৈঠক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের আপত্তির মুখে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাইলামার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল হোয়াইট হাউসে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠক শেষে হোয়াইট হাউসের বরাত দিয়ে জানানো হয় তিব্বত নিয়ে মার্কিন দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। এদিকে, নির্বাসিত তিব্বতি বৌদ্ধ নেতা দালাইলামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এ বৈঠকের নিন্দা জানিয়েছে বেইজিং। দেশটি দালাইলামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে মনে করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন