News71.com
 International
 16 Jun 16, 12:49 PM
 580           
 0
 16 Jun 16, 12:49 PM

ট্রাম্পকে ঠেকাতে হিলারি ও স্যান্ডার্সের মধ্যে আলোচনা ।।

ট্রাম্পকে ঠেকাতে হিলারি ও স্যান্ডার্সের মধ্যে আলোচনা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ার কৌশল নিয়ে ডেমোক্রেটিক দলীয় দুই প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে বৈঠক হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ক্যাপিটল হিলটনের ওই বৈঠকে ভারমন্টের গভর্নর স্যান্ডার্স নিজের প্রচার বন্ধ করার আভাসও দেন ।

দলীয় ঐক্য ও ট্রাম্পের বিরুদ্ধে ভবিষ্যৎ লড়াইয়ের কৌশলসহ বিভিন্ন বিষয়ে কথা হয়। ওয়াশিংটন ডিসি প্রাইমারিতে গত মঙ্গলবার জয়ের মধ্য দিয়ে প্রাইমারিতে চূড়ান্ত বিজয় পেলেন হিলারি ক্লিনটন। প্রায় ৭৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অপরদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ২১ শতাংশ ভোট। এর ফলে ডেমোক্রেটিক থেকে অপর মনোনয়নপ্রার্থী বার্নি স্যান্ডার্স ছিটকে পড়েছেনই বলা যায় ।

তবে স্যান্ডার্সের মুখপাত্র মাইকেল ব্রিগস বলেন, সিনেটর স্যান্ডার্স এবং হিলারি ক্লিনটন গত মঙ্গলবার ওয়াশিংটনে নিজেদের মধ্যে বৈঠক করেন। তাঁরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি মানুষকে সম্পৃক্তকরণ এবং প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ার কৌশল প্রণয়নের ব্যাপারে আলাপ করেন। বিশেষ করে তাঁর নোংরা রাজনৈতিক কৌশলগুলো মোকাবেলা করার জন্য পাল্টা কৌশল প্রণয়ন নিয়েও কথা বলেন তাঁরা।

দুই ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীর ওই বৈঠকে উপস্থিত ছিলেন হিলারির প্রচার পরিচালক রবি মুক এবং চেয়ারম্যান জন পোদেস্তা। স্যান্ডার্সের প্রচার পরিচালক জেফ উইভার ও তার স্ত্রীও বৈঠকে অংশ নেন। হিলারির পক্ষে এক কর্মকর্তা জানান, ২ নেতা প্রায় দেড়ঘণ্টা ধরে বৈঠক করেন। তাঁরা প্রাইমারি নির্বাচনী প্রচারে নানা রকম দ্বন্দ্ব ও মনোমালিন্যের কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন