News71.com
 International
 16 Jun 16, 11:53 AM
 587           
 0
 16 Jun 16, 11:53 AM

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন অ্যাটর্নি অফিস

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন অ্যাটর্নি অফিস

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করতে শুরু করেছে মার্কিন অ্যাটর্নি অফিস।নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে গত ফেব্রুয়ারিতে ৮ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরির ঘটনা ঘটে।

সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে ওই চুরির ঘটনা এর মধ্যেই বাংলাদেশে একাধিক সংস্থা তদন্ত করছে।প্রিট ভারারার নিউইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্টের অ্যাটর্নি অফিস ওই চুরির ঘটনার তদন্ত করতে শুরু করেছে।

যদিও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।এফবিআই এবং অন্য সরকারি সংস্থাগুলো সাইবার চুরির বিষয়ে সতর্ক বার্তা জানানোর পরিপ্রেক্ষিতে ফেডারেল আইনজীবীরা এই তদন্তের কার্যক্রম শুরু করলেন।গত সপ্তাহেই সাইবার নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করে দেখার পরামর্শ দিয়েছিল মার্কিন আর্থিক তদারকি সংস্থাগুলো।

এই ঘটনায় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের দায় কতটুকু, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের একটি কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন